লংগদুতে ১৫ আগষ্ট পালন উপলক্ষে প্রস্তুতি সভা

২৩৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।

আসন্ন ১৫ আগষ্ট সহ মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২ আগষ্ট), লংগদু উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামিলীগের প্রধান উপদেষ্টা হাজ্বী ফয়েজুল আজীম, উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাশ চন্দ্র দাস, সাধরণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আসমা আলম, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল আলী,যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশ বিস্তারের জন্য গত ১মে থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ, বেচাকেনা, প্রক্রিয়া করণ ও বাজারজাত করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসক।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।