লংগদুতে পানিতে ডুবে নিখোঁজ কিশোরী মৃত দেহ উদ্ধার

৩৫২

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী এলাকাতে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে সাদিয়া (১৩) নামের এক কিশোরী।

বুধবার (২৭জুলাই) বিকাল ৪.০০ টার সময় খালাত বোনের সাথে কাচালং নদীতে গোসল করতে নামে মাইনী ইউনিয়নের মুরব্বি টিলা এলাকার জালাল সওঃ এর মেয়ে সাদিয়া ও খালাত বোন সুমাইয়্যা । নদীতে পাহাড়ী ঢল থাকায় দুজনই পানিতে ভেঁসে যেতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করার চেষ্টা করলে সুমাইয়াকে ধরতে পারলেও সাদিয়া পানিতে ডুবে যায়।

পরিবার এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় সুমাইয়া তার পরিবারের সাথে ঘনমোড় থেকে সাদিয়ার দাদীর জালাল সওঃ মা এর শেষ বিদায় দেওয়ার জন্য আসে। দাদীর দাফন শেষে সাদিয়া ও সুমাইয়্যা গোসল করতে গিয়ে পানিতে হারিয়ে যায় সাদিয়া।

অপরদিকে একদিকে মাকে হারালেন সকালে, আর নিজের দ্বিতীয় কন্যাকে বিকালে হারিয়ে পাগল পারা হয়ে হতভম্ব সাদিয়ার বাবা মা।
দীর্ঘ ৪-৫ ঘণ্টা খুজার পর রাত ৮.৩০ মিনিটে তার নিথর মৃত দেহটি খুজে পাওয়া যায়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।