লংগদু ইউপি’র উপনির্বাচনে বিক্রম চাকমা চেয়ারম্যান পদে নির্বাচিত

২২৬

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউপি’র উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিক্রম চাকমা (বলি) টেলিফোন প্রতীকে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৫৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রতন কুমার চাকমা (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ১৮৭৯ ভোট। এ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
বুধবার (২৭জুলাই), উপজেলার লংগদু সদর ইউনিয়নের নয়টি কেন্দ্রের ভোট গ্রহন ও গণনা শেষে উপজেলা পার্বলিক মিলনায়তনে কন্ট্রোলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জমির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।