করোনাকে জয় করলো বিশ্বের ৬০ লক্ষাধিক মানুষ ।

0 ২৩৩

আলোকিত লংগদু ডেক্সঃ

করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালেও ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বিশাল। ইতিমধ্যে সেই সংখ্যা ৬০ লাখ পার হয়ে গেছে।

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাকে জয় করেছেন ৬১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখের কাছাকাছি। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান এক লাখ ৩১ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ২৮ লাখ ৩৭ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখের কাছাকাছি মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ১৬ হাজারের বেশি জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা ৬২ হাজারের কাছাকাছি।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪ লাখ ২৯ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬১ ছাড়িয়ে গেছে। মারা গেছেন সাড়ে ৯ হাজারের বেশি মানুষ।

৬ লাখ ২৭ হাজার আক্রান্ত নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাড়ে ১৮ হাজার ২২৫ জন।

ভারতের পরেই বেশি আক্রান্ত যুক্তরাজ্যে, ৩ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৪৪ হাজার। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনো প্রকাশ করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে আক্রান্ত হন ৮৩ হাজারের বেশি মানুষ, এরমধ্যে মারা যান ৪ হাজার ৬৩৪ জন। চীনে ভাইরাসটি নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।