লংগদুতে বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গভেষনা কেন্দ্রের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর

২০৮

।। আলোকিত লংগদু ডেস্ক ।।
লংগদু উপজেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গভেষনা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১মে) লংগদু উপজেলা সদরে লংগদু ইউপি কার্যালয়ের সামনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য আসমা বেগম প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গভেষনা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী এজিএম এরশাদুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম খা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে কাজের অগ্রগতি সহ দেশ ও জনগণের উন্নয়নে দোয়া ও মুনাজাত করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।