লংগদু থানার উদ্যোগে দুর্জয়ের ডায়েরি এনিমিশন প্রর্দশন

২২৩

লংগদু থানার উদ্যোগে দুর্জয়ের ডায়েরি এনিমিশন প্রর্দশন

।। আলোকিত লংগদু ডেক্স।।
‘আপনার পুলিশ, আপনার পাশে’
তথ্য দিন, সেবা নিন’
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’
এই স্লোগান সামনে রেখে লংগদু থানার মাইনীমুখ ইউনিয়ন বিটের বাইট্টাপাড়া বাজারে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন এর সার্বিক দিক-নির্দেশনায় ‌’দুর্জয়ের ডায়েরি এনিমিশন’ প্রর্দশন করা হয়েছে।

বুধবার,সন্ধ্যায় বাইট্টাপাড়া বাজারে দুর্জয়ের ডায়েরি এনিমিশন প্রর্দশনীতে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ও ৬নং বিট অফিসার উপপরিদর্শক(নিঃ) মোহাম্মদ শাহাবুর আলম। মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাইট্টাপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি রাকিব হোসেন, ১ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান বাবু সহ এলাকার জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।