লংগদুতে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ীদের বৈশাবী উৎসব

২২৬

লংগদুতে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ীদের বৈশাবী উৎসব

মো.গোলামুর রহমান >

পার্ব্ত্য এলাকায় শুরু হয়েছে পাহাড়ীদের প্রাণের উৎসব বৈশাবি। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, আর ত্রিপুরাদের বৈসুক সহ নানা রকমের উৎসব। এ উৎসব ও প্রহেলা বৈশাখ কে সামনে রেখে তিন দিন ব্যাপী নানারকম উৎসব শুরু করেছে লংগদু উপজেলার পাহাড়ীরা।

মঙ্গল বার ( ১২ এপ্রিল) সকালে কাট্টলী বিলের কাপ্তাই লেকে ফুল ভাসিয়ে অতীতকে ভুলে আগামীর সুন্দর পথচলার জন্য পাপকে বিসর্জন দেওয়া হয় এবং নতুন দিনকে বরণ করে নেওয়া হয়।

সকালে লেকে ফুল ভাসানোকালে লংগদু উপজেলার বগাচতর ইউপির শিবার আগা এলাকার মহিলা কারবারি নতুনা চাকমা, বসুমিতা, রিকন চাকমা, প্রজ্ঞা জীবন চাকমা সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন,

এসময় নতুনা চাকমা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিজু উৎসব পালণে পানিতে ফুল ভাসাতে আসছি। এবিজুর মধ্যো দিয়ে অতীতের সকল পাপকে মূচন করে, আগামীর দিন গুলো সকল জাতীর জন্য সুন্দর ও সুখের হোক সেই প্রত্যাশা করি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।