লংগদুতে ইফা’র মহান স্বাধীনতা দিবস উদযাপন
লংগদুতে ইফা’র মহান স্বাধীনতা দিবস উদযাপন
।। গোলামুর রহমান ।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও খতমে কুরআন পাঠ করা হয়।
শনিবার ( ২৬ মার্চ) সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশ লংগদু উপজেলার কার্যালয়ে বিশেষ দোয়া মুনাজাত, খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাওলানা জুবাইদুল ইসলামের সঞ্চালনায়, মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামি ফাউন্ডেশন লংগদু উপজেলার ফিল্ট সুপারভাইজার মাওলানা নাছির উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, আটারকছড়া ইউপি’র সাধারণ কেয়ারটেকার মামুনুর রশিদ, মাইনী ও কালাপাকুজ্জা ইউপি’র সাধারণ কেয়ারটেকার নাছির উদ্দী। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।