লংগদুতে “স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

২২০

লংগদুতে “স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

।। আলোকিত লংগদু ডেক্স ।।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে “স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদুতে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ), উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
অতিথির মধ্যে বক্তব্য রাখেন,রাঙামাটি জেলা পরিষদ সদস্য আব্দুর রহীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভাশিষ কর্মকার।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান সহ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।