লংগদু সদর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

২১৩

লংগদু সদর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত ।

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু’র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ),লংগদু সদর ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে আয়োজিত প্রথম অধিবেষনে সভাপতির ব্ক্তব্যে ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু বলেন, সরবারী বরাদ্ধকৃত প্রকল্পেরর অর্থ যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে। জনসেবার ব্রত নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। কাজেই এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক এসব বিষয়ে সচেতন থাকবেন। কোন প্রকার চাড় দেওয়া যাবে না। তথ্যসেবার মাধ্যমে জনগন যাতে ডিজিল সেবা পেতে পারে সেব্যাবারে জনগনকে সহযোগীতা করতে হবে।

ইউপি সচীব নাজমুল হোসেন এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের সদস্য ফারুক আহম্মেদ, ৭ ৮ ৯ নংওয়ার্ডের সংরক্ষীত নারী সদস্যা আরতি তালুকদার, ৯নং ওয়ার্ডের সদস্য বিনয় চাকমা। এসময় সকল ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থি ছিলেন।

শেষে সকলের মতামতের ভিত্তিতে ৭নং ওয়ার্ডের সদস্য ফারুক আহম্মেদ কে প্যানেল চেয়ারম্যান, ৭ ৮ ৯ নংওয়ার্ডের সংরক্ষীত নারী সদস্যা আরতি তালুকদারকে ২য় প্যানেল চেয়ারম্যান, এবং ৯নং ওয়ার্ডের সদস্য বিনয় চাকমাকে ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয় ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।