লংগদুতে চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা

২১৫

লংগদুতে চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা

। আলোকিকত লংগদু ডেক্স  ।।
রাঙামাটির লংগদু উপজেলার চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী ক্লাবের সদস্যদের বার্ষিক বনভোজন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী ক্লাবের কার্যালয়ে আয়োজিত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি মন্টু চেীধুরী। বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন দীর্ঘ সময় ধরে এই সংগঠনের তেমন কার্যক্রম হয়নাই। যার অনেক দপ্তরে চাকুরীরত চতুর্থ শ্রেণির কর্মচারী আমাদের অন্তর্ভূক্ত হতে পারেনি। আমাদের অনেক সদস্য বদলী ও অবসর জনিত কারণে এখান থেকে চলেগেছে। তাদের খোজ খবর নেয়া যায়নি। তাছাড়া আমাদের বর্তমান কমিটির মেয়াদও অনেক আগে শেষ হয়েছে। তাই আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে । তার আগে সদস্য তালিক নবায়ন করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। শেষে রাত্রে সকল সদস্যদের নিয়ে নৈশ ভোজ ও রেপেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।