রাজস্থলীর সাংবাদিক চাউচিং মারমা আর নেই

২৩৪

রাজস্থলীর সাংবাদিক চাউচিং মারমা আর নেই

।। আলোকিত লংগদু ডেক্স ।।
হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ বেতার ও দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক গিরিদর্পণ প্রতিনিধি চাউচিং মারমা।

সূত্র জানায়, সাংবাদিক চাউচিং মারমা গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় হ্নদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ মধ্য রাত সাড়ে বারটার দিকে চট্রগ্রাম বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাংবাদিক চাউচিং মারমার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা সহ সকল সদস্যগন।

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।