লংগদুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত

২১৭

লংগদুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত

  1. ।। গোলামুর রহমান ।।
    ১৯৫২সালের ২১ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের মাতৃভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে।  তাদের স্মরণে লংগদু প্রশাসনের আয়োজনে যথাযোগ্য ভাবে পালিত হলো একুশে ফেব্রুয়ারি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশে  শহীদদের  স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা  শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে লংগদু উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতা- কর্মীরা।

পরে সকাল ১০টায় উপজেলা সদরে প্রভাতফেরীর মাধ্যমে উপজেলা পাবলিক লাইব্রেরী হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  সিরাজুল ইসলাম (ঝান্টু), লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, লংগদুু  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, উপজেলা  মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তৈয়ব আলী,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা সহ অনেকেই।
শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা  প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।