লংগদু ইমাম সমিতির ত্রী-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

১৮৩
মো.গোলামুর রহমান,
রাঙ্গামাটির লংগদু উপজেলা মাইনী মুখ কেন্দ্রীয় জামে মসজিদে লংগদু উপজেলা ইমাম সমিতির ত্রী-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার সময় মাইনী মুখ কেন্দ্রীয় জামে মসজিদে গণতান্ত্রিক পদ্ধতিতে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমদ ও মাওলানা আশ্রাফ আলী উপস্থিত থেকে উক্ত কাউন্সিল সম্পূর্ণ করেন।
কাউন্সিলে সভাপতি পদে পরিবর্তন হয়ে নতুন করে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন।কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মাইন উদ্দিন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।