শিলকাটাছড়া নূরাণী মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচন সভা অনুষ্ঠিত। 

২৬২
আলোকিত লংগদু ডেস্কঃ
রাঙ্গামাটি লংগদু উপজেলার ভাসান্যাদম ইউপির শিলকাটাছড়া নূরাণী তালিমুল কুরআন মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা মেধা বৃত্তিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারী) সকাল দশটায় মাদ্রাসা হলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও মেধা বৃত্তিক পুরষ্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা ইউনুছ এর সঞ্চলানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদ, মাওলানা মুহাম্মদ আলি,  ইছমাইল পিসি,  ডা. মনির হোসেন,  নাসির উদ্দীন-,হফেজ মাওলানা নুর আলম সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বৈরাগীবাজার ওয়াছেক পাড়া নূরাণী মাদ্রাসার প্রধান মাও. আলী হোসেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ নুরাণী তালিমুল কোরআন বোর্ড ঢাকা কতৃক পরিচালিত রাঙ্গামাটি জেলার নুরাণী মাদ্রাসা সমূহের মধ্যে ২০২১ সালে উক্ত প্রতিষ্ঠানটি ফলাফলের দিকে সেরা হয়েছে। জেলার সম্মিলিত মেধা তালিকার সেরা ১০ জনের মধ্যে ১ম,২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকার করেন এ মাদ্রাসার ছাত্ররা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।