সেনাবাহিনীর নের্তৃতে বিশেষ অভিযানে ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর আটক
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম কচুছড়ি উপড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আশপাশে অস্ত্র, গোলাবারুদ, চাঁদা আদায়ের রশিদ ও ৫০ কেজি গাজাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনীর নের্তৃতে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিকন চাকমা (২৫) ও জ্ঞান জ্যোতি চাকমা (৩৫)। রোববার ভোরে রাঙামাটি রিজিয়নের ঘাগড়া আর্মি ক্যাম্পে যৌথ টহল অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জব্দ করা গাজার মূল্য ৫ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। আটককৃতদের দুপুরে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা পার্বত্য চুক্তির বিরোধিতাকারী সংস্থা ইউপিডিএফ-এর জন্য চাঁদা সংগ্রহকারী হিসেবে কাজ করে আসছিলো। কাউখালী থানার অফিসার ইনচাজ মোঃ শহিদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কাউখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।