আটারকছড়া ইউনিয়নে অসহায় ও এতিমদের মাঝে শীতকম্বল বিতরণ

২৫৬

আটারকছড়া ইউনিয়নে অসহায় ও এতিমদের মাঝে শীতকম্বল বিতরণ

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে অসহায় মানুষ ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতকম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে আটারকছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে ৩শত টি শীতকম্বল ও করল্যাছড়ি এলাকায় এতিমখানা সহ গরীব আসহায়দের মাঝে আরো ৫০টি শীতকম্বল বিতরণ করা হয়। এসব শীতকম্বল বিতরণ করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মোঃ মাইনুল আবেদীন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যুবায়ের হোসেন, আটারকছড়া ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।