লংগদুতে লং টেনিস ও ব্যাটমিন্টন কোটের ভিত্তি প্রস্তর উদ্বোধন

২৩৪

লংগদুতে লং টেনিস ও ব্যাটমিন্টন কোটের ভিত্তি প্রস্তর উদ্বোধন

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে লং টেনিস ও বেটমিন্টন কোট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা
বৃহষ্পতিবার, লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশে এই কোট নির্মাণ করা হবে। এউপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মাইনুল আবেদীন, লং টেনিস ও ব্যাটমিন্টন কোট পরিদর্শণ করে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, উপজেলায় ও স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিকাশ ও মানোন্নয়নের জন্য উদ্যোগ নেয়া বিশেষ প্রয়োজন। স্বাস্থ্য ও মন ভালো রাখতে হলে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার প্রয়োজন ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।