লংগদুতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১৩৩

লংগদুতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আলোকিত লংগদু ডেক্স :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এই শ্লোগানকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে আলানা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ নভেম্বর) সকাল দশটায় লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি সামনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়। এরপর লাইব্রেরীর মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি, ও লংগদু বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোটরসাইকেল মালিক সমিতির সদস্য মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়া শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ নুর হোসেন, গীতা পাঠ করেন তপন কুমার দাশ, ত্রিপিঠক পাঠ করেন প্রণয় চাকমা। বক্তারা সমবায়ীর মাধ্যমে আত্মউন্নয়ের তাগিদ দেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায়গন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।