লংগদুতে বিশ্ব শিশু দিবস পালিত
।। আলোকিত লংগদু ডেস্ক ।।
”শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২১ উপলক্ষে রাঙামাটির লংগদুতে রেলী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
সোমবার, লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সন্মুখ থেকে রেলী বের করা হলে রেলীটি প্রধান সড়ক ঘুরে পরিষদের মিলনায়তনে আলোচনায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান।
এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরে হস্ত শিল্প নারী প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।