লংগদু সরকারী ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রী জন্মদিনে স্মারকবৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন

২৫২

।।ও এফ মুছা।।

রাঙামাটির লংগদুতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লংগদু মডেল সরকারী ডিগ্রি কলেজের উদ্যোগে স্মারকবৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার, লংগদু মডেল সরকারী ডিগ্রি কলেজের অধ্যাক্ষের কার্যালয়ের পিচনে একটি ফলজ গাছে ছারা লাগানো হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে স্মারকবৃক্ষ রোপন অভিযানের সময় সহকারী অধ্যাপক আজগর আলী,প্রভাষক উছমানগণি, প্রভাষক মুসা তালুকদার, প্রভাষক ড. ইশা কাদেরী, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক হারুনুর রশীদ, প্রভাষক অমিত কুমার সাহা, প্রভাষক তাছলিমা খাতুন ও মৌসুমী পারভীন, এসময় উপস্থিত ছিলেন।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরার নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গনে স্মারকবৃক্ষ রোপন করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।