লংগদুতে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭৭

সাকিব আলম মামুন

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে ও রাঙামাটি জেলা যুবলীগের পরামর্শে এবং লংগদু উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় লংগদু উপজেলা যুবলীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সদরে জেলা পরিষদ রেস্ট হাউজের মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত লংগদু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যুবলীগ একটি অন্যতম শক্তিশালী যুব সংগঠন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে সারাদেশে কাজ করে যাচ্ছে যুবলীগ। নতুন কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যেন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব স্থান পায় সেই জন্য সাংগঠনিক কাজ করছে যুবলীগ। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল, ৭ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।