লংগদুতে হেডম্যান, কার্বারীদের মাঝে আসাববপত্র বিতরণ

১৮৫

 

: আলোকিত লংগদু ডেক্স :
ইউএনডিপি এর সহযোগিতায় ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পার্বত্যাঞ্চলের প্রথাগত সামাজিক কার্যক্রম পরিচালনা করার সুবিধার্থে রাঙামাটির লংগদু উপজেলার হেডম্যান, কার্বারীদের আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(১০ সেপ্টেম্বর ), লংগদু উপজেলা পরিষদের সামনে গ্রাম আাদালত সক্রিয় করণ প্রকল্পের অধীনে উপজেলার ২৫ জন হেডম্যন ও ১৫৭ জন কার্বারীদের নিকট আসবাবপত্র বিতরণ করা হয়।
ইউএনডিপি রাঙামাটি জেলা ফ্যাসিলিটেটর অনুপম চাকমা হেডম্যান ও কার্বারীদের নিকট এসব আসবাবপত্র হস্তান্তর করেন। এতে প্রতি হেডম্যানকে ২টি টেবিল, ২টি বেঞ্চ ও ৫টি চেয়ার এবং প্রতি কার্বারীকে ১টি টেবিল, ১টি বেঞ্চ ও ৩ টি চেয়ার দেওয়া হয়। এসময় ইউএনডিপি’র অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।