শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে লংগদুতে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতা

২৮৯

।। আলোকিত লংগদু ডেস্ক ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্টপুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকণ ও রচানা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
বুধবার(৮সেপ্টেম্বর), লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চিত্রাংকণ এবং জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে মুক্তিযুদ্ধ,স্বাধীনতা, ও আমাদের মূল্যবোধ বিষয়ে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম,কে ইমাম উদ্দিন, লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, কলেজের প্রভাষক হারুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার শওকত আকবর, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।
আয়োজন কমিটির সভাপতি ও লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন জানান, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় যারা বিজয় হয়েছে তাদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।