লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান

২১২

।। আলোকিত লংগদু ডেক্স।।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের সাহায্যার্থে পল্লি সঞ্চয় ব্যাংক লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) উপজেলা পরিষদের মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা পল্লি সঞ্চয় ব্যাংকের উপজেলা শাখা ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মাঠ কর্মকর্তা মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।