বরকলে আনসার ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

২৫৯

।। বিশেষ প্রতিনিধি ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বরকল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সোমবার, উপজেলার অাইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর মহা-পরিচালক মহোদয়ের পক্ষ থেকে ৬০ জন অস্বচ্ছল অানসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল চাউল ৩ কেজি, অালু ১ কেজি, মশুর ডাল ৫০০ গ্রাম, পিয়াজ ৫০০ গ্রাম, ও একটি সাবান বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীন ও উপ-মহাপরিচালক মোঃ শাহবুদ্দিন (চট্টগ্রাম রেঞ্জ) এর নির্দেশনায় ও রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম এর তত্ত্বাবধানে বরকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ এসব খাদ্য সহায়তা বিতরণ করে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ এহছান, উপজেলা কোম্পানী আবু বক্কর, দলনেতা মনিরুজ্জামান সহ আরো অনেকেই।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।