লংগদুতে চলছে কঠোর লকডাউন

১৭১

 গোলামুর রহমান লংগদু

করোনা মহামারি কোভিট১৯ প্রতিরোধে সারাদেশব্যপী মাঠে নেমেছে প্রশাসন। এর ধারাবাহিতায় রাঙ্গামাটির লংগদু উপজেলাতেও মাঠে কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও রেড ক্রিসেন্ট।

বৃহস্পতিবার ( ০১ জুলাই) লংগদু উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন এর বিধিনিষেধ কার্যকর করতে সকাল থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাশন, বাংলাদেশ সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

এসময় জনসাধারণের মাঝে কোভিট১৯ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য মাইকিং ও মাক্স বিতরণ করা হয়।

উপজেলার লংগদু সদর, বাইট্টাপাড়া বাজার, মাইনীমুখ বাজার সহ গুরুত্বপূর্ণ সকল স্থানে কঠোর ভাবে অবস্থান নিয়েছেন প্রশাসন। এভাবে আজ ১ জুলাই ২০২১ থেকে ৭ জুলাই ২০২১(সাত দিন) পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।