মাইনীমুখের গাঁথাছড়ায় গলায় ফাঁস লাগানো এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ
আলোকিত লংগদু ডেক্সঃ
রাঙ্গামাটি লংগদুতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাছলিমা (২৬) নামে একজনের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
শনিবার (১৯ জুন) সকাল প্রায় ১০ টার সময় উপজেলার মাইনীমুখ ইনিয়নের গাঁথাছড়া মিস্ত্রি টিলা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী কে তার নিজস্ব ঘর থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তার স্বামী তাকে নানারকম ভাবে নির্যাতন করে আসছে। গত শুক্রবার থেকেই তাদের ফ্যামিলিগত ঝগড়াঝাঁটি চলছিলো। আজ হঠাৎ এমন মর্মান্তিক ঘঠনা ঘটে।
লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন বিষয়টি শুনে আমাদের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আগামীকাল সকালে লাশ ময়নাতন্দের জন্য জেলা মর্গে পাঠানো হবে। বর্তমানে মেয়ের বাবা বাদী হয়ে ৩০৬ ধারা মোতাবেক হত্যা প্ররোচনা দায়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।