লংগদুতে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

১৭০

।। আলোকিত লংগদু ডেক্স।।
জাতীয় মহিলা সংস্থার আওতাধীন তথ্য সেবা (তথ্য আপা) কেন্দ্র লংগদু উপজেলার উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন), লংগদু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এতে সভাপতিত্ব করেন।
এতে অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, স্হানীয় সংবাদকর্মী আরমান খান, লংগদু তথ্য সেবা সমন্বয়কারী নাসিরন ফেরদৌস এসময় বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন বলেন, বাল্যবিবাহ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মরণব্যাধির মত। আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে বাচাতে হলে বাল্যবিবাহ প্রথা বন্ধ করতে হবে। এব্যাপারে সচেতন হতে হবে। কোথাও বাল্যবিবাহ হলে সাথে সাথে প্রশাসনকে খবর দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।