লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬৫

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৬ জুন), লংগদু উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায়
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান মৌসুমে সরকারীভাবে কাপ্তাই হ্রদে মৎস্য নিধন বন্ধ থাকাকালীন সময়ে যাতে কেউ মা মাছ নিধন করতে না পারেন তার জন্য সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানানো হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।