লংগদুতে হ্রদের পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে হ্রদের পানিতে পড়ে আব্দুল্লা আল রাফি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনটি ঘটেছে সোমবার (২৫ জানুয়ারি) লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ফিসারীটিলা আবাসিক এলাকায়।
এলকাবাসীর সূত্র জানায়, মুসলিমব্লক এলাকার বাসিন্দা মোঃ সেলিম এর আড়াই বছর বয়সের শিশু পুত্র আব্দুল্লা আল রাফি মাইনীমুখ ফিসারী টিলাতে মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বসত ঘরের আশ পাশে খেলা করার কোন এক ফাঁকে সবার অগোচরে নদীর ঘাটে চলে যায়। সেখানে পানিতে নামার চেষ্টা করলে পা পিচলে পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খুঁজাখুজির পর তাকে নদীর ঘাটে পানিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।