বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দুই দলের ভয়াবহ বন্দুক যুদ্ধ

0 ২২৭

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দুই সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএনলারমা) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে। এতে উভয় পক্ষ প্রায় ৪০০ রাউন্ড গুলিবর্ষণ করে এতে জেএসএস সন্তু দলের দুই জন নিহতের সংবাদ ছড়িয়ে পরলেও পুলিশ ও আঞ্চলিক দুই সংগঠন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

১৩ নভেম্বর রাত ১০ দিকে উপজেলার তালুকদার পাড়ায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।  বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান গোলাগুলির বিষয়টি স্বিকার করে ৪০০ রাউন্ড গুলিবিনিময়ের কথা নিশ্চিত করেন।  ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেন তারা। তবে হতাহতের কোন আলামত পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।

এদিকে স্বরণকালের ভয়ানক এই গুলি বিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ বিষয়ে আঞ্চলিক দলের কোন দায়িত্বশীল ব্যাক্তির বক্তব্য পাওয়া যায়নি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।