মহালছড়ি পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু 

0 ২৫৩
(রিপন ওঝা)

মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের সিঙ্গিনালা আইডিয়াল স্কুল কেজি ওয়ানে অধ্যয়নরত রানজুনি চাকমা(৬), পিতা-কাজল চাকমা, মাতা-প্রান্তিকা চাকমা এবং ৪র্থ শ্রেণিতে পড়ুয়া বৃষ্টি চাকমা(১০), পিতা- জেকসন চাকমা,মাতা-বিকশিতা চাকমা এই শিক্ষার্থী কাপ্তাই হৃদের বদ্ধকৃত বিলের পানিতে পড়ে আনুমানিক সময় ৩.৩০ ঘটিকায় মৃত্যু ঘটে।

এর মধ্যে রানজুনি চাকমাকে উপজেলাস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ইসিজি পরীক্ষণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করেন। পরে রানজুনি চাকমাকে পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।
এ সময়ে এলাকার ২শিশুর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকাবাসী সকলেই হতবম্ভ হয়ে গেছে।
এ বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কাপ্তাই হৃদের ভরপুর পানিতে সকল অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।