লংগদুতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা অনুষ্ঠিত

0 ১৬

বিপ্লব ইসলাম।।

রাংগামাটি জেলার লংগদুতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। “জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে মেলায় মোট ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সারাদিন ব্যাপী লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলা পালিত হয়। প্রদর্শিত স্টল ঘুরে প্রদর্শন করেন উক্ত মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার,কফিলউদ্দিন মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.সৌরভ সেন,অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম,জনস্বাস্থ্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা আখলাস মিয়া খান,প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন সহ উপজেলার কলেজের প্রভাষক, বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।