লংগদুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩৫

সাকিব আলম মামুন, লংগদু

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যে রাঙামাটির লংগদুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে লংগদু উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের মাঠে একটি র‍্যালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। এ আইন আবশ্যিকভাবে তথ্য প্রাপ্তিতে জনগণকে দিয়েছে আইনি ভিত্তি। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে তথ্য কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। তথ্য কমিশনের পাশাপাশি দেশের সরকারি-রেসরকারি সংস্থা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে তথ্য অধিকার আইন পরিপূর্ণতা পেতে পারে।

এ সময় বক্তারা আরো বলেন, তথ্যপ্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সকল ক্ষেত্রে নিজেদের অবস্থানে সঠিক তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করে যেতে হবে। কোন কোন ক্ষেত্রে ভুল তথ্য সমাজ ও রাষ্ট্রের বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে সকলকে অবগত থাকতে হবে।

আয়োজিত সভায় লংগদু উপজেলা নিবার্হী কর্মকর্তা জনি রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান প্রমুখ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।