লংগদুতে ২টি বিত্তিহীন সমিতির ২৮ সদস্যকে ঋণ সহায়তা

১৪৮

দৈনিক আলোকিত লংগদু ডেক্স :

রাংগামাটির লংগদুতে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) লংগদু শাখার কর্তৃক ২টি ভিত্তিহীন সমবায় মমিতির ২৮ সদস্যকে আবর্তক ঋণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর),লংগদু উপজেলা সদরে পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে আটারকছড়া ইউনিয়নের জামতলা মহিলা বিত্তিহীন সমবায় সমিতির ১৪জন সদস্যাকে ৫লাখ ৪৬ হাজার টাকা এবং কালাপাকুজ্জা ইউনিয়নের ইসলামপুর পল্লীগ্রগতি দলের ১৪ জন সদস্যক ৫ লাখ ৮৪ হাজার টাকা সহ দুই সমিতিকে মোট ১১লাখ ৩০ হাজার টাকা আবর্তক ঋণ সহায়তা দেয়া হয়।
লংগদু পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী এসব সমিতির সদস্যদের মাঝে ঋণের টাকা প্রদান করেন। এসময় মাঠ সুপারভাইজার ঝন্টু চৌধুরী ও সাইফুদ্দিন সুজন সহ সমিতির সদস্যগন উপিস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।