লংগদুতে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ইউপি কার্যালয় পরিদর্শণ করলেন এডিসি মামুন

১২৭

আলোকিত লংগদু ডেক্স:
রাঙামাটির লংগদুতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ইউপি কার্যালয় পরিদর্শণ করলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ আল মামুন।
পরিদর্শণ শেষে তিনি বলেন, প্রত্যেক এলাকায় শিশু জন্মের চল্লিশ দিনের মধ্যে এবং কোন ব্যাক্তির মৃত্যু হলে সংশ্লিষ্ট ইউপি কার্যালয়ে তার নাম ঠিকান সহ জন্মের তারিখ লিপিবদ্ধ করতে হবে। এব্যাপারে ইউপি সচিব সহ জনপ্রতিনিধি যারা আছেন সকলেই এব্যাপারে জনসাধরণকে উৎসাহিত করবেন। একজন নাগরিকের জন্য জন্ম সনদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
শনিবার(২১আগষ্ট), উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদ পরিদর্শণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আল মামুন এসব কথা বলেন। এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান, ইউপি সচীব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও হতদরিদ্রদের জন্য নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘরের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং ভালো মন্দ খোঁজ খবর নেন।
এরপর লংগদু ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকায়ও আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলকে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।