স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার করলো সোনাই যুব কল্যাণ পরিষদের সদস্যরা

আরাফাত হোসেন বেলাল।
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের একঝাঁক তারুণ্যের সংগঠন সোনাই ৫ নং ব্লক যুব কল্যাণ পরিষদ।সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে ২০২৩ সালে ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সংগঠনটি মানবকল্যাণসহ সামাজিক নানা উদ্যোগ বাস্তবায়ন করে বিভিন্ন মহলে প্রশংসা কুঁড়িয়েছে।
এবার স্বেচ্ছাশ্রমে কবর খনন-দাফন ও স্বেচ্ছাশ্রমে এলাকার কবরস্থান এবং পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম হাতে নেয়।সম্প্রতি স্বেচ্ছাশ্রমে সোনায় ৫ নং ব্লক তৈয়বিয়া জামে মসজিদের কবর স্থানের ময়লা-আবর্জনা ভাঙ্গা কবর মাটি দিয়ে ভরাট করা ও জঙ্গল পরিষ্কা-পরিচ্ছন্নতার কাজ শুরু ও সুন্দরভাবে সম্পন্ন করেছে। এছাড়াও সংগঠনের সদস্যরা মৃতদের জন্য কবর খনন এবং দাফনের কাজও বিনা পারিশ্রমিকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোনাই ৫ নং ব্লক যুব কল্যাণ পরিষদের একঝাঁক স্বেচ্ছাসেবী সদস্যরা।
স্থানীয় এলাকার মুরুব্বী মোঃ আব্দুল হালিম বলেন, কবরস্থান গুলো ময়লা-আবর্জনার এবং অনেক কবর ভেঙ্গে যায় সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিণত হয় কবরস্থান। এমনকি মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে এলাকার সামাজিক সংগঠন সোনাই ৫ নং ব্লক যুব কল্যাণ পরিষদের একঝাঁক যুবক
স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
এলাকার আরেক প্রবীণ মুরুব্বী মোঃ আব্দুর জব্বার জানান, এলাকার একতা সমাজ কল্যাণ পরিষদের একঝাঁক মানবিক ও উদ্যমী যুবকের বিভিন্ন ধরণের মহৎ উদ্যোগ আমার দৃষ্টিগোচর হয়েছে।দেশের যুবকরা এখন মাদক, জুয়া, অনলাইনে এবং মোবাইলের নেশায় যেভাবে নষ্ট হচ্ছে; এর বিপরীতে এই সংগঠনের যুবকরা স্বেচ্ছাশ্রমে এলাকায় অনেক ভালো কাজের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছে।
পশ্চিম সোনাই তৈয়বিয়া জামে মসজিদের সভাপতি বলেন, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের ছেলেরা অনেক মানবিক। তারা মানবকল্যাণে নিবেদিত। স্বেচ্ছায় তারা অনেক মহতি কাজ করেরে এলাকাসহ সর্বমহলে প্রশংসা কুঁড়িয়েছে তারা।
সোনাই ৫ নং ব্লক যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ বলেন, দ্বীনি ও আর্তমানবতার সেবা করার মহান ব্রত নিয়ে নিয়ে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা ইতিমধ্যে অনেক সমাজিক সেবামূলক কাজ করেছি।
সোনাই ৫ নং ব্লক যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত হোসেন বেলাল কার্যক্রমে উপস্থিত ছিলেন।