স্বল্প খরচে চিকিৎসা সেবায় মানুষের পাশে ইবনেসিনা (রাবেতা) হাসপাতাল
alokitolangadu@gmail.com
মো. গোলামুর রহমান।।
দুর্গম এলাকার সাধারন মানুষের কথা চিন্তা করে প্রায় ৪০ বছর যাবত মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু, সাবেক রাবেতা হাসপাতাল।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রায় ৪০ বছর আগে এ হাসপাতালটি রাবেতা হাসপাতাল নামে প্রতিষ্ঠিত করা হয়। এরপর থেকেই ছোট খাটো অপারেশনের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে হাসপাতালটি ইবনেসিনার হাত ধরে হাসপাতালটিতে ব্লাড কালচার সহ নতুন নতুন সকল প্রকার প্যাথোলজিক্যাল টেষ্টের চিকিৎসা সামগ্রী সংযুক্ত করা হয়েছে।
এছাড়াও খেটে খাওয়া মানুষের সুবিধার্থে এক্সে, আই ভি ইউ, সাইনো গ্রাম সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা স্বল্প মূল্যেই সুযোগ করে দেওয়া হয়েছে। অসহায় মানুষদের যতদুর সম্ভব কম খরচে চিকিৎসা দেওয়া হয়ে থাকে হাসপাতালটিতে।
ইবসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর কো – অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা অত্র এলাকার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে চিকিৎসা সেবায় যতদুর সম্ভব সহযোগী করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসা সেবা দেওয়া আমাদের লক্ষ।