সেনাবাহিনী যেনো পাহাড়ের অক্সিজেন
মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু জোনের আওতায় পাহাড়ি এবং বাঙ্গালী হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, ঘরের টিন, এতিম খানার জন্য কম্বল, ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে জোন সদরে এসব উপকরণ বিতরণ করেন।
তিন ব্রিজ বটতলা বাজারের ইবাদত খানা ও মসজিদের চাল নির্মাণের জন্য (তিন) বান ঢেউ টিন , নাজমা আক্তারকে একটি সেলাই মেশিন, বিলকিস বেগমকে একটি সেলাই মেশিন, সেনা মৈত্রী বিদ্যানিকেতন এর ব্যাটারি চালিত অটো গাড়ি মেরামত করার জন্য নগদ অর্থ, নব মুসলিমকে আর্থিক সহায়তা ও অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রীশ্রী মহানাম যজ্ঞ উপলক্ষে নগদ অর্থ এবং লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ,করল্যাছড়ি জামতাল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা, যাদাবল কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক উন্নয়ন সমিতির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ অন্যান্য অফিসার বৃন্দ।
প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমকে পাহাড়ের সাধারণের মানুষের জন্য অক্সিজেন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। জাত ধর্ম নির্বিশেষে প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কাজ খেটে খাওয়া মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করছে। সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।