শীতার্ত মানুষের পাশে লংগদু সেনা জোন
মোঃ গোলামুর রহমান
পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের ভালোবাসার এক শান্তিময় নাম বাংলাদেশ সেনাবাহিনী। যাদের পরিশ্রম দিয়ে পার্বত্যবাসী নিশ্চিন্ত ভাবে বসবাস করে যাচ্ছে। অতীতের ন্যায় বর্তমান সময় এ শীতময় দিনে অসহায়,এতিমদের কম্বল দিয়ে পাশে দাড়িয়েছেন লংগদু সেনা জোন।
বুধবার (২০জানুয়ারী) লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর পক্ষ হতে লংগদু উপজেলার মালাদ্বীপ এতিম খানা মাদ্রাসায় এতিম, অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠানে অনেক এতিম ছাত্র রয়েছে, তারা এই শীতের দিনে অনেক কষ্টকরে দিন পার করছে। আজকে লংগদু উপজেলা সেনাবাহিনীদের পক্ষ থেকে শীতবস্ত্র হাতে পেয়ে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
জোন কমান্ডার লে.কর্নেল মিরাজ হায়দার চৌধুরী বলেন শান্তি, শৃঙ্খলা বজায় রেখে আমরা চাই সাধারণ মানুষের পাশে সবসময় থাকতে। আমরা চাই পার্বত্যবাসী শান্তিতে থাকুক,আমরা অতীতের ন্যায় আজ শীতার্তদের পাশে দাড়িয়েছি, আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।