শিশু বাচ্চাটি কে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় সেনাবাহিনী

0 ৪৩

মো.গোলামুর রহমান।।

মসজিদে নামাজ পড়তে গেলে বাহির থেকে এক মাত্র নাতিকে হারিয়ে ফেলে নানা। শিশুটিকে নানা নামাজ পড়ার সময় মসজিদের বাহিরে রেখে যায়। বাহির থেকে রাস্তায় চলে যায় সে। সেখান থেকে হাটতে হাটতে লংগদু জোনের সামনে গিয়ে নানাকে হারিয়ে কান্নাকাটি করতে থাকে।

ঘটনাটি ঘটে মাইনী মসজিদ এলাকায়। শিশুটি মাইনীমুখ ইউনিয়ন মালদ্বীপ এলাকার মোঃ শাহাবুদ্দিন মিয়ার নাতি মোঃ সাব্বির হোসেন। তাকে নিয়ে মাইনী বাজারে আসে নানা। শাহাবুদ্দিন মিয়া তার নাতি কে মসজিদের বাহিরে রেখে জুম্মার নামাজ পড়ার জন্য মাইনী বাজার জামে মসজিদে নামাজ পড়তে গেলে বাচ্চাটি তার নানাকে খোঁজার জন্য জোনের আরপি গেটের দিকে চলে আসে। আরপি গেইটে থাকা সেনাসদস্যরা তাকে সযত্নে বসিয়ে রাখে। একটু পরে বাচ্চাটিকে মাইনী বাজারে নিয়ে এসে সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।তার উপস্থিতে তার নানাকে খোঁজে পাওয়া যায় এবং শিশুটিকে নানার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নাতিকে খোঁজে পেয়ে খুশি নান, কৃতজ্ঞতা জানান সেনাবাহিনীর প্রতি। তিনি বলেন, ছোট মানুষ হওয়ায় জুমার দিন অনেক মানুষ দেখে সাব্বির আমাকে হারিয়ে ফেলে। সেনাবাহিনী না দেখলে আমার নাতি হয়তো সোজা পথ ধরে অন্য দিকে চলে যেতো।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।