শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটের ২লক্ষাধিক টাকা নেতা নেতৃর পকেটে

0 ১২৮

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ২০২৩ -২০২৪ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল খাত মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) থেকে ২য় কিস্তির বরাদ্দের টাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামে উত্তলন ও রাস্তা মেরামতের নামে লুটে নিয়েছে দায়িত্বশীলরা।

জানাযায়, মাইনীমুখ হাই স্কুলের ওয়াশ রুম সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ২লক্ষ ৪৭ হাজার ২শ টাকা বরাদ্দ দেওয়া হয়। উক্ত টাকা ইউপি সদস্যা রাবেয়া আক্তার (প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির) হাতে বুঝিয়ে দেয় ইউপি চেয়ারম্যান।

মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জানায়, কয়েকমাস আগে আমাদের স্কুলের ছাত্রদের বিদায় অনুষ্ঠানে এমপি আসছিলো তখন তাড়াহুড়ো করে ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল আজীম নিজে একটি ওয়াশ রুম বানিয়ে দেয়। এছাড়া কারা বরাদ্দ নিয়ে আসছে, কিসের বরাদ্দ এবিষয়ে আমি কিছুই জানিনা তবে সরকার পতনের পর থেকে শুনতেছি আমাদের স্কুলের ওয়াশ রুমের নামে বাজেট আসছে ২লক্ষ ৪৭হাজার ২শ টাকা।

মাইনীমুখ মডেল হাই স্কুলের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন জানান,প্রকল্পের বিষয়ে আমি কিছু জানিনা আপনার কাছেই জানলাম।

তবে এসব সকল বিষয় অস্বীকার করে ইউপি সদস্যা ও উক্ত কাজের সভাপতি রাবেয়া বেগম বলেন, বরাদ্দ পেয়ে মাইনীমুখ মডেল হাই স্কুলের ২টি টয়লেট সংস্কারের কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমাল হোসেন কমল বলেন, উক্ত বিষয়ের বরাদ্দের কাজ এখনো শেষ হয়নি। শেষ হলে আপনাদের জানানো হবে। এবিষয়ে ইউপি সদস্যা রাবেয়া জানেনা তাই বলেছে কাজ শেষ হয়েছে।

অপর দিকে একই বরাদ্দের লংগদু রোড হইতে ভারত চন্দ্র চাকমার বাড়ী পর্যন্ত, রাস্তায় ইট সলিং প্রকল্পে ১লক্ষ ৫০ হাজার টাকার কাজ না করারও অভিযোগ রয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।