শিক্ষা উপকরণ ও মেডিক্যাল ক্যাম্পাইন সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বিজিবি

0 ১৭

মো.গোলামুর রহমান।।

পার্বত্য এলাকায় শান্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে রাজনগর জোন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান, মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরন করেছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি রাজনগর জোন ।

সোমবার (০২ ডিসেম্বর) পার্বত্য এলাকায় শান্তকরণ কর্মসূচীর আওতায় বিজিবি রাজনগর জোন নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

রাজনগর জোন কর্তৃক পরিচালিত সীমান্ত প্রহরী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজনগর জোনের দায়িত্বপূর্ন এলাকার ০৮টি অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকদের মাসিক বেতন হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও রাজনগর জোনের মেডিক্যাল অফিসার মেজর মো: সাদমান রহমান, এএমসি কর্তৃক স্থানীয় গরীব ও অসহায় ২০০ জন পাহাড়ী/বাঙ্গালীদের মধ্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ প্রসংগে জোন কমান্ডার লে: কর্নেল মো: নাহিদ হাসান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড অত্যন্ত আন্তরিকতার সহিত পরিচালনা করে যাচ্ছে।

এ সকল সামাজিক কর্মকান্ড পরিচালনার ফলে স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী নাগরিকদের জীবন যাত্রার মানকে স্বাভাবিক করতে সহায়তা করেছে। তাই পার্বত্য অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাজনগর জোন কর্তৃক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।