লংগদু বগাচতরে আর্মড পুলিশ ক্যাম্পের জায়গা নির্ধারন
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন ৪ বগাচতরের শিবারেগা পরিত্যক্ত পুলিশ ক্যাম্পের জাগায় আর্মড পুলিশ ক্যাম্প স্থাপনের জায়গা পরিদর্শন ও নির্ধারন করা হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বগাচতর ইউনিয়নের শিবারেগা ৮ নং ওয়ার্ড এলাকায় উক্ত এ পি বিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের জায়গা নির্ধারিত করা হয়।
পরিদর্শনে আসেন,আর্মড পুলিশ এক ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডি আইজি উত্তরা ঢাকা একে এম মোশাররফ হোসেন মিয়াজি। অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান, সিনিয়র এ এসপি মাজহারুল হক ।
এসময় পাহাড়ী বাঙ্গালী শতাধিক লোক সমাগমের উপস্থিতিতে পরিত্যক্ত পুলিশ ক্যাম্পের জাগায় বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ের স্থান দু একর ৩৫ শতাংশ বাদে বাকি খাস দু একর ৯৫ শতাংশ জায়গা ক্যাম্পের জন্য প্রস্তাবনা করা হয়
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।