লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার উপকরণ সরবরাহ
: ও এফ মুছা :
রাঙামাটির লংগদু উপজেলায় করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
করোনা রোগের চিকিৎসার জন্য ৪০টি অক্সিজেন সিলিন্ডার ও বিভিন্ন চিকিৎস্যা
উপকরণ সরবরাহ দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২১সেপ্টেম্বর),উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, জাইকার
অর্থায়নে উপজেলা পরিষদের মহতী উদ্যোগে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালের জন্য ৪০টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনা মোকাবেলায় বিভিন্ন
স্বাস্থ্য চিকিৎসার উপকরন সরবরাহ দেওয়া হয়।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য
কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা এর নিকট এসব উপকরণ হস্থান্তর
করেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন, লংগদু
আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী এলজিইডি ড.
জিয়াউল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।