লংগদু মডেল সরকারী কলেজের বিজ্ঞপ্তিতে মুজিবের লোগো – এনিয়ে তোল পার কলেজ পাড়া

0 ৪৭

মো.গোলামুর রহমান।।

লংগদু সরকারি মডেল কলেজ এর উপবৃত্তি সংক্রান্ত প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়েছে ।

লংগদু সরকারি মডেল কলেজ প্রশাসন আজো এ ‘লোগো চক্র’ থেকে বের হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অফিসিয়াল ফেইসবুক পেজে কলেজের উপবৃত্তি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ লোগো দেখা যায়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই ওই পোস্টের কমেন্ট বক্সে কঠোর সমালোচনা শুরু করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করে। কোভিড-১৯ মহামারির কারণে গৃহীত কর্মসূচি নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় মুজিব বর্ষের সময় ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। পরে এ মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়।

এ মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ এবং এ লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ করে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। সেখানে এ নির্ধারিত সময় পর্যন্ত লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল।
লোগো ব্যবহারের বাধ্যবাধকতার সময় শেষ এবং আওয়ামী লীগ সরকার পতনের পরও লোগোর ব্যবহার বন্ধ করেনি লংগদু সরকারি মডেল কলেজ প্রশাসন।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) কলেজের অফিসিয়াল ফেইসবুক পেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, র স্বাক্ষরিত উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রাকাশ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব খাতভূক্ত উপবৃত্তির জন্য (সংখ্যালঘু সম্প্রদায়,তফসিলী(হিন্দু /বৌদ্ধ /খ্রিষ্টান/সশস্র বাহিনী /দৃষ্টি প্রতিবন্ধি/প্রতিবন্ধি (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)/অটিস্টিক /উপজাতি(ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আবেদন করতে। অথচ মুসলিম জন্য কিছুই বলা হয়নি। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর মুসলিম শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ আজগর আলী মোবাইল ফোনে জানান, ভুলবশত এমনটা হয়েছে,এর জন্য আমি/ আমরা সকলের কাছে ক্ষমা চেয়েছি। এছাড়া নতুন করে আবারো আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। অপর দিকে মুসলিম ছাত্র-ছাত্রীর নাম না থাকার বিষয়টি মওশি থেকে এভাবে প্রজ্ঞাপন দিয়েছে বলে জানান তিনি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।