লংগদু থানা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

0 ২৩৮

লংগদু থানা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

।। আলোকিত লংগদু ডেক্স ।।
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার),পিপিএম , আকস্মিক রাঙামাটি জেলার লংগদু থানা পরিদর্শন করেছেন।

শনিবার, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি নুরে আলম মিনা প্রথমে লংগদু থানা কম্পাউন্ডে পৌচালে লংগদু থানার (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এসময় থাকে থানার মাঠে থানা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে গার্ড অব অনার সালাম দেওয়া হয়।

এরপর তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। শেষে থানার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) , অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, (বাঘাইছড়ি) সার্কেল আবদুল আওয়াল সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।