লংগদু উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষন আয়োজন
।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষন আয়োজন করা হয়েছে।
সোমবার(৩০ নভেম্বর), উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভ্রাম্যমান প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছদর আমিন। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদ এর পরিচালনায় প্রশিক্ষণে প্রধান ব্ক্তা হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার নাথ।
উপজেলা সমবায় কার্যালয়ের নির্ধারিত ভ্রাম্যমান প্রশিক্ষণে বিভিন্ন ভিত্তিক বক্তব্য রাখা হয়। এতে উপজেলার বিভিন্ন সমবায়ী সমিতির সভাপতি ও সম্পাদকগন এতে অংশগ্রহন করেন। প্রশিক্ষনকে সফল করায় উপস্থিত সমিতির সদস্যদের ধন্যবাদ জানানো হয়