লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
।। ও এফ মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের স্ব স্ব উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আটটায় উপজেলা প্রশাসন শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মিনি স্টেডিয়ামে লংগদু থানা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন ও লংগদু থানার ওসি আরিফ উপস্থিত ছিলেন।
শেষে সবায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় মিলিত হয়। এবং কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদ্ধের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়।
অপরদিকে লংগদু সরকারী মডেল কলেজ, উপজেলা আওয়ামিলীগ, উপজেলা বিএনপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগেও বিজয়ী দিবস পালন করা হয়।